৪৪তম বিসিএসের সম্পূরক ফল: নতুনভাবে ১,৬৮১ জনের মনোনয়ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের সম্পূরক ফলাফল প্রকাশ করেছে।
নতুন এই ফল অনুযায়ী এক হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে এক হাজার ৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে (প্রোভিশনালি) মনোনয়ন দেওয়া হয়েছে।
পিএসসি জানায়, গত ৩০ জুন প্রকাশিত মূল ফলাফলের পর ৩০৩ জন প্রার্থী লিখিতভাবে জানান যে তারা তাদের প্রাপ্ত ক্যাডার পদে বা পছন্দের নিম্নতর কোনো পদে যোগ দেবেন না। ফলে কমিশন ২৬০ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ থেকে বিরত থাকে এবং ৪৩ জন প্রার্থীকে তাদের উচ্চতর পছন্দের ক্যাডারে নতুনভাবে মনোনয়ন দেয়।
উদ্ভূত শূন্য পদগুলো মেধাক্রম ও প্রচলিত কোটা অনুসারে পুনর্বণ্টন করে এই সম্পূরক ফল প্রস্তুত করা হয়। পিএসসি জানিয়েছে, সংশ্লিষ্ট ক্যাডারে উপযুক্ত প্রার্থী না থাকায় ২৯টি পদ এখনো শূন্য রয়েছে।
এ ছাড়া বিএড বা এমএড সনদ না থাকায় পাঁচজন প্রার্থীর ‘টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক’ পদে পূর্বে দেওয়া মনোনয়ন বাতিল করা হয়েছে।
বিআলো/শিলি



