মে মাসে শোবিজের মহোৎসব: আসছে ৫ম BIFA অ্যাওয়ার্ডস
২৯ ক্যাটাগরিতে আজীবন সম্মাননাসহ আয়োজন
হৃদয় খান: বাংলাদেশের শোবিজ অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (BIFA) অ্যাওয়ার্ডসের পঞ্চম আসরের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী মে মাসে ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে BIFA অ্যাওয়ার্ডস ২০২৬।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত বাইফার এক্সিকিউটিভ মেম্বারস মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আয়োজকরা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এবারের আসরে আজীবন সম্মাননাসহ চলচ্চিত্র, ওটিটি, নাটক, সংগীত ও অন্যান্য সৃজনশীল বিভাগের বিভিন্ন শাখায় মোট ২৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। বিষয়টি নিশ্চিত করেন বাইফার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহরিয়ার স্বপন।
তিনি বলেন, দেশের বিনোদন অঙ্গনের গুণী শিল্পী ও কলাকুশলীদের কাজের যথাযথ স্বীকৃতি দিতেই এবারের আয়োজনকে আরও বৃহৎ ও পরিস্কার পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
আয়োজন প্রসঙ্গে বাইফার চেয়ারম্যান মেরিনা আক্তার বলেন,
“দেশের বিনোদন অঙ্গনের সেরা কাজগুলোকে অনুপ্রাণিত করাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য সামনে রেখে এবারের বাইফা অ্যাওয়ার্ডসকে আরও বিস্তৃত, নান্দনিক ও বর্ণিলভাবে উপস্থাপন করা হবে।”
উল্লেখ্য, প্রতি বছর চলচ্চিত্র ও সৃজনশীল অঙ্গনে উল্লেখযোগ্য অবদানের জন্য শিল্পী ও কলাকুশলীদের সম্মান জানিয়ে আসছে BIFA অ্যাওয়ার্ডস। ইতোমধ্যে এই আয়োজন দেশের শোবিজ অঙ্গনে একটি গ্রহণযোগ্য ও মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে।
বিআলো/তুরাগ



