• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ৫০০ টাকায় বাজি ধরে কনকনে শীতে খালে নেমে শতাধিক ডুব; কৃষকের মৃত্যু 

     অনলাইন ডেক্স 
    25th Dec 2025 8:33 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৫০০ টাকার বাজি ধরে কনকনে শীতে খালে নেমে শতাধিক ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) সকালে উপজেলার বড়ইয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা বড়ইয়া মোল্লা বাড়ি এলাকার আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

    স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা বাড়ি থেকে এক বস্তা চাল মাথায় নিয়ে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে নিয়ে আসেন। কনকনে শীতের সকালে ভারী বোঝা বহনের কারণে তার শরীর গরম হয়ে উঠলে বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে তিনি ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে ১০০ বার ডুব দেওয়ার বাজি ধরেন।

    এরপর খালি গায়ে খালে নেমে একটানা প্রায় ১১২ বার ডুব দেন বাবুল মোল্লা। এ সময় খালের দুই পাড়ে থাকা লোকজনকে ভিডিও ধারণ করতে নিষেধ করেন তিনি। নির্ধারিত সংখ্যক ডুব শেষ করে খাল থেকে উঠে রাস্তার ওপর আসতেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

    স্বজনরা দ্রুত তাকে কম্বল পেঁচিয়ে গরম রাখার চেষ্টা করেন এবং আগুনের তাপ ও গরম তেল ব্যবহারের মাধ্যমে প্রাথমিকভাবে সুস্থ করার চেষ্টা চালান। তবে তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে। পরে দ্রুত তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031