৫ দফা দাবিতে শাহবাগে মানববন্ধন করেছে জাতীয় জনতার জোট
dailybangla
22nd Oct 2024 11:40 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ৫ দফা দাবি জানিয়ে রাজধানীতে মানববন্ধন করেছে জাতীয় জনতার জোট। গতকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে এই দাবিগুলো জানায় সংগঠনটি। মানববন্ধনে শীর্ষ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসাইনসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
দবিগুলো হলো- ফ্যাসিবাদের দোসর অবৈধ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ করতে হবে। ড. মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি ঘোষণা করতে হবে। গণহত্যার দায়ে আওয়ামী লীগসহ এর সহযোগী সব সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। ফ্যাসিস্ট সংবিধানকে বাতিল করে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে নতুন গঠণতন্ত্র তৈরি করতে হবে। সিন্ডিকেট ভেঙ্গে অনতিবিলম্বে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে।
বিআলো/তুরাগ