• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে থাকবে পৃথিবী: শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ 

     dailybangla 
    24th Jul 2025 6:07 pm  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক: পৃথিবী এক অভূতপূর্ব জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্যের মুখোমুখি হতে যাচ্ছে ২০২৭ সালের ২ আগস্ট। এই দিনে ঘটবে শতাব্দীর সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ-যা প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী হবে। এ সময় পৃথিবীর কিছু অংশ সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাবে, এমনটিই জানাচ্ছে জ্যোতির্বিদদের প্রামাণ্য উৎস স্পেস ডট কম।

    এই সূর্যগ্রহণটি ১৯৯১ থেকে ২১১৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে ভূমি থেকে দৃশ্যমান সর্বাধিক দীর্ঘ সূর্যগ্রহণ হিসেবে বিবেচিত হচ্ছে। ‘টোটালিটি’ নামে পরিচিত সময়কালে সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে চলে যাবে। তখন দিনের আকাশ রাতের মতো অন্ধকার হয়ে উঠবে।

    এই গ্রহণটি ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের একাংশ থেকে দেখা যাবে। বিশেষ করে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, সুদান, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়াসহ প্রায় ৮৯ মিলিয়ন মানুষ এই চমকপ্রদ মুহূর্তের সাক্ষী হতে পারবেন।

    সূর্যগ্রহণের সময়কাল নির্ভর করে সূর্য ও চাঁদের আপেক্ষিক অবস্থানের ওপর। যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান নেয়, তখন সূর্য আংশিক বা সম্পূর্ণভাবে আড়াল হয়ে যায়। তবে দীর্ঘ সময়ের গ্রহণ অত্যন্ত বিরল, কারণ তা নির্ভর করে চাঁদের পৃথিবী থেকে নিকটবর্তী অবস্থানে থাকার ওপর। ২০২৭ সালের গ্রহণে এই অবস্থার আদর্শ মিলন ঘটবে বলেই এটি হবে এত দীর্ঘ।

    NASA বলছে, সাধারণত সূর্যগ্রহণ ১০ সেকেন্ড থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৭ মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে ৬ মিনিটের বেশি স্থায়ী গ্রহণ খুবই বিরল ঘটনা।

    এই ঘটনাটি শুধুই বৈজ্ঞানিক কৌতূহলের বিষয় নয়, বরং এটি বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করবে একটি দৃষ্টিনন্দন প্রাকৃতিক মহাযজ্ঞের সাক্ষী করতে। জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য এটি হতে চলেছে একবারের অভিজ্ঞতা।

    সূত্র: টাইমস অব ইন্ডিয়া, স্পেস ডট কম

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031