৭৫ বছরে হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়: প্লাটিনাম জুবলি উৎসবের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নারী শিক্ষার অগ্রদূত ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয় শিক্ষা, ঐতিহ্য ও গৌরবের ধারাবাহিকতায় ৭৫ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি (৭৫ বছর পূর্তি) উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৯৫১ খ্রিষ্টাব্দে পবিত্র ক্রুশ সংঘের নিবেদিতপ্রাণ সিস্টারদের উদ্যোগে এবং প্রথম প্রধান শিক্ষক সিস্টার অগাস্টিন মেরী–এর নেতৃত্বে মাত্র দুইজন শিক্ষার্থী নিয়ে ইংরেজি মাধ্যম কিন্ডারগার্টেন হিসেবে যাত্রা শুরু করে হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়।
সময়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটি একটি পূর্ণাঙ্গ ও মর্যাদাপূর্ণ বালিকা বিদ্যালয়ে রূপ নেয়। দীর্ঘ সাত দশকের বেশি সময় ধরে এই প্রতিষ্ঠান নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আত্মবিশ্বাসী নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
প্লাটিনাম জুবলি উৎসবের প্রথম দিনের অধিবেশনের শুরুতেই পবিত্র ক্রুশ সংঘের প্রতিষ্ঠাতা ফাদার বাসিল আন্তনি মেরী মোরো, বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক সিস্টার অগাস্টিন মেরী–এর ম্যুরাল এবং বিদ্যালয়ের History Wall আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। বিদ্যালয় সংগীত ও প্রার্থনার মাধ্যমে মূল অনুষ্ঠান সূচিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার কল্পনা কস্তা। পরে প্রদীপ প্রজ্জ্বলন, চার ধর্মের প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে প্লাটিনাম জুবলি উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্ম প্রদেশের মহামান্য আর্চবিশপ বিজয় এন. ডি. ক্রুজ। এছাড়া শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিশেষ আকর্ষণ হিসেবে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি ৭৫ বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সন্ধ্যা পর্বে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ফ্রাঙ্কলিন ও শিরোনামহীন–এর সংগীত পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
তিন দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয় তার গৌরবময় ইতিহাস, শিক্ষা দর্শন ও ভবিষ্যৎ অঙ্গীকারকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরছে।
বিআলো/তুরাগ



