৭ অক্টোবরের ব্যর্থতায় ইসরাইলের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের অব্যাহতি
আর্ন্তজাতিক ডেস্ক: হামাসের ৭ অক্টোবরের হামলা ঠেকাতে গভীর ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলি সামরিক বাহিনী তাদের বেশ কয়েকজন উচ্চপদস্থ কমান্ডারকে দায়িত্বচ্যুত করেছে।
হামাস নেতৃত্বাধীন গত বছরের ৭ অক্টোবরের আকস্মিক হামলা প্রতিরোধে অক্ষমতার জের ধরে ইসরাইলি সেনাবাহিনীর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত ঘোষণায় দেখা গেছে, যেসব জেনারেলকে অপসারণ করা হয়েছে তাদের মধ্যে সামরিক গোয়েন্দা, বিশেষ অভিযান এবং দক্ষিণ কমান্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তারা রয়েছেন।
তবে ঠিক কতজনকে বরখাস্ত করা হয়েছে সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি কর্তৃপক্ষ। গাজা যুদ্ধের সূত্রপাত ঘটানো হামলার পূর্ণাঙ্গ তদন্ত শুরুর আগেই এমন কঠোর ব্যবস্থা নেওয়াকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
রোববার এক বিবৃতিতে আইডিএফ জানায়, বেশ কিছু কর্মকর্তা আর রিজার্ভ ডিউটি বা সক্রিয় দায়িত্বে থাকবেন না-তাদের সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সামরিক প্রধান ইয়াল জামির জানান, “৭ অক্টোবর আমরা রাষ্ট্রের নাগরিকদের সুরক্ষায় যে মৌলিক দায়িত্ব পালন করার কথা ছিল তা করতে ব্যর্থ হয়েছি।”
তিনি আরও বলেন, “এটি ছিল গভীর ও কাঠামোগত ব্যর্থতা। ওই দিনের অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে এবং আমাদের সামরিক নীতিনির্ধারণে প্রভাব ফেলবে।” সূত্র: আল জাজিরা
বিআলো/শিলি



