৮ দফা দাবিতে বাবুগঞ্জে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন
ফাহিম আহমেদ,বাবুগঞ্জ (বরিশাল): বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২২ তারিখ) সকাল থেকে রহমতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচির আয়োজনে ছিলেন সালমান মাহমুদ, বরকত উল্লাহ, মো. তুসান, মো. সিফাত খান, সিয়াম, অহনা ইসলাম, মীম আক্তার, অর্পা ও ইনানসহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, রহমতপুর, বরিশালে অধ্যয়নরত সকল শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষার্থীরা জানান, তাদের উত্থাপিত ৮ দফা দাবির মধ্যে তিনটি দাবিকে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দাবিগুলো হলো—
১) উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা,
২) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)-এর অধীন থেকে মুক্তি,
৩) ইন্টার্নশিপ ভাতা প্রদান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, এর আগেও তারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন; কিন্তু এখন পর্যন্ত তাদের দাবিগুলোর কোনো বাস্তবায়ন হয়নি। দাবি আদায়ে কোনো অগ্রগতি না থাকায় বাধ্য হয়েই তারা সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
এ সময় শিক্ষার্থীরা আরও জানান, দ্রুত সময়ের মধ্যে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
কর্মসূচির ফলে কিছু সময়ের জন্য ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
বিআলো/ইমরান



