৮ বছরেও শেষ হয়নি আমতলীর মডেল মসজিদ
পিএম সাজ্জাদ শরীফ, আমতলী (বরগুনা) : বরগুনার আমতলী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ আট বছরেও শেষ হয়নি। নির্ধারিত দুই বছরে কাজ শেষ করার কথা থাকলেও বারবার ঠিকাদার পরিবর্তন, কাজ বন্ধ এবং অনিয়মের কারণে প্রকল্পটি ঝুলে আছে।
স্থানীয়দের অভিযোগ, বর্তমান ঠিকাদার গণপূর্ত বিভাগের কিছু কর্মকর্তার সঙ্গে যোগসাজশে নিম্নমানের ইট, বালু, পাথর ও রড ব্যবহার করে কাজ করছেন। নিম্নমানের কাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়। দ্রুত তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সরেজমিনে দেখা গেছে, খারাপ ইট দিয়ে সলিং এবং ঢালাইয়ের জন্য নিম্নমানের সামগ্রী মজুত রাখা হয়েছে। স্থানীয়রা জানান, দেশের অন্যান্য মডেল মসজিদ বহু আগেই চালু হলেও আমতলীতে এখনও নির্মাণকাজ চলছেই। ঠিকাদার ফিরোজ মিয়া অভিযোগ অস্বীকার করে দ্রুত কাজ চলার দাবি করেন।
গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জানান, কিছু নিম্নমানের ইট সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জেলা প্রশাসকের সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী কাজ তদারকিতে একটি কমিটি গঠন করা হবে। দীর্ঘদিন ধরে মসজিদ নির্মাণ না হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
বিআলো/আমিনা



