৮ মাস পর মরদেহ উত্তোলন, তদন্ত নতুন মোড়ে, ফরিদপুরে জমি বিরোধে ভাতিজাকে হত্যার অভিযোগ
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুরে জমি-সংক্রান্ত পারিবারিক বিরোধে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফিউল করিম সোহান হত্যার অভিযোগে তার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ঘটনার প্রায় আট মাস পর শ্বাসরোধে হত্যার অভিযোগ যাচাই করতে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে এ মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তে পাঠানো হয়।
নাফিউল করিম সোহান ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রামের বাসিন্দা ও গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত বছরের ৯ জুন সকালে ঘুম থেকে না উঠলে পরিবারের সদস্যরা তার মরদেহ দেখতে পান। নিহতের পরিবারের অভিযোগ, জমি কেনাকে কেন্দ্র করে চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল।
ঘটনার কিছুদিন আগেই হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি তাদের। এ ঘটনায় নিহতের মা নাসিমা আক্তার ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মরদেহ উত্তোলনের পর নতুন করে তদন্ত শুরু হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বিআলো/আমিনা



