অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
dailybangla
03rd Jan 2026 5:46 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জাহিদুল ইসলাম চৌধুরীর তত্ত্বাবধানে পুরানা পল্টন ফ্রেন্ডস ক্লাব, ফলোয়ার্স অব নেচার ফাউন্ডেশন ও দৈনিক বাংলাদেশের আলো-এর সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্গীকার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাজিয়া সুলতানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ হুমায়ূন কবীর মুজিব (হুমায়ূন মুজিব), উপদেষ্টা জাহিদুল ইসলাম চৌধুরী এবং ফাউন্ডেশনের সদস্য বেলাল, ফারুকসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও অঙ্গীকার ফাউন্ডেশন এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিআলো/তুরাগ



