অদম্য মেধাবী তানভীর আহমেদ আপন: অভাবনীয় সাফল্য বুয়েটসহ আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ
রাসেদুল ইসলাম রাসেল, নারায়ণগঞ্জ: অদম্য মেধা আর কঠোর পরিশ্রমের সমন্বয়ে উচ্চশিক্ষার ভর্তি যুদ্ধে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনারগাঁয়ের কৃতি সন্তান তানভীর আহমেদ আপন। তিনি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দেশের শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটসহ মোট আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান করে নিয়েছেন।
তানভীর আহমেদ আপন নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সাইফুল আলম স্বপন এবং মাতা আলেয়া আক্তার। তিনি বিশিষ্ট সমাজসেবক হাজী মোসলেহউদ্দিন আহম্মেদের পৌত্র।
শিক্ষা জীবনের শুরু থেকেই প্রতিভার স্বাক্ষর রাখা আপন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ঐতিহ্যবাহী নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। সম্প্রতি প্রকাশিত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা যায়, তিনি অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। আপনের সাফল্যের খতিয়ান: বুয়েট (BUET): মেধা তালিকায় ৪৩৬ তম, ঢাকা বিশ্ববিদ্যালয় (DU): মেধা তালিকায় ৪৫৬ তম, এমআইএসটি (MIST): মেধা তালিকায় ৩০ তম, চুয়েট (CUET): মেধা তালিকায় ২১৫ তম, রুয়েট (RUET): মেধা তালিকায় ৩১০ তম, কুয়েট (KUET): মেধা তালিকায় ৫৭০ তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (CU): মেধা তালিকায় ৪৭৭ তম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (BSMRAAU): ভর্তির যোগ্যতা অর্জন।
একই সাথে দেশের এতগুলো সনামধন্য প্রতিষ্ঠানে মেধা তালিকায় স্থান পাওয়ায় আপনের পরিবার ও এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তাঁর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী ও শিক্ষকবৃন্দ।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তানভীর আহমেদ আপন জানান, তিনি ভবিষ্যতে একজন দক্ষ প্রকৌশলী হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। তাঁর এই সাফল্যে গর্বিত বাবা-মা সকলের কাছে দোয়া চেয়েছেন।
বিআলো/এফএইচএস



