অধ্যাপক কার্জনের মুক্তির দাবিতে গণমুক্তি পার্টির বিবৃতি
নিজস্ব প্রতিবেদক: প্রখ্যাত বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সমাজ চিন্তক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ গণমুক্তি পার্টি।
শনিবার (৩০ আগস্ট) গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, দেশের প্রখ্যাত চিন্তাবিদ অধ্যাপক কার্জন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অযৌক্তিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে অন্তরীণ আছেন, যা গভীর উদ্বেগজনক ও দুঃখজনক।
তিনি উল্লেখ করেন, অধ্যাপক কার্জন দীর্ঘদিন ধরে সমাজ, রাষ্ট্র ও ন্যায়বিচার নিয়ে গবেষণা ও লেখালেখি করে আসছেন। মতপ্রকাশের স্বাধীনতা ও উন্নতচিন্তার চর্চায় তাঁর ভূমিকা সর্বজনস্বীকৃত। অথচ তাঁকেই মতপ্রকাশের অপরাধে বন্দি করা হয়েছে—এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন ও সাংস্কৃতিক অধিকারের পরিপন্থী।
গণমুক্তি পার্টি মনে করে, এই গ্রেপ্তার কেবল ব্যক্তিগত পর্যায়ে নয়, বরং গোটা প্রগতিশীল চিন্তাধারার ওপর একটি হুমকি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নতচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা কখনো দমনযোগ্য নয়।
বিবৃতিতে এম এ আলীম সরকার জোরালোভাবে দাবি জানান, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তাঁকে দ্রুত ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি রাষ্ট্রযন্ত্রকে দমনমূলক পদক্ষেপ থেকে বিরত রেখে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।
গণমুক্তি পার্টি দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অন্যায় গ্রেপ্তারের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, “অধ্যাপক কার্জনকে জেলে রেখে উন্নতচিন্তার কণ্ঠরোধ করা যাবে না। তাঁর মুক্তি অবিলম্বে নিশ্চিত করতে হবে।”
বিআলো/তুরাগ