অনলাইনে প্রতারণা বাড়ছে, সাবধান হোন ফিশিং আক্রমণ থেকে
dailybangla
09th Oct 2025 9:14 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: ভুয়া লিংক, পুরস্কারের প্রতিশ্রুতি কিংবা জরুরি বার্তার ফাঁদে ফেলে প্রতারণা করার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই ফিশিং আক্রমণ থেকে রক্ষা পেতে সচেতনতার বিকল্প নেই।
ফিশিং হলো এমন প্রতারণা, যেখানে নকল বার্তা, ইমেইল বা ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিগত তথ্য, ব্যাংক ডিটেইল বা পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া হয়। অনেক সময় ম্যালওয়্যার ইন্সটল করে ডিভাইসও নিয়ন্ত্রণে নিয়ে ফেলা হয়।
বিশেষজ্ঞরা জানান, অচেনা লিংক এড়িয়ে চলা, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও লগইন না করা এবং নিয়মিত অ্যান্টিভাইরাস আপডেট রাখা—এসব সতর্কতা মেনে চললে ফিশিং প্রতারণা অনেকটাই ঠেকানো সম্ভব।
বিআলো/শিলি