অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: ভারতের আচরণে ক্ষোভ প্রকাশ সরফরাজের
স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর মাঠের বাইরের আচরণ নিয়েও উত্তাপ ছড়াল। পাকিস্তান দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ ভারতীয় খেলোয়াড়দের আচরণকে ক্রিকেটীয় চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন।
১৩ বছর পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে পাকিস্তান। ফাইনালে ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে একচেটিয়া আধিপত্য দেখায় তারা। ম্যাচে সামির মিনহাসের ১১৩ বলে ১৭২ রানের ঝলমলে ইনিংসে ভর করে পাকিস্তান ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ৩৪৭ রান, যা টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
জবাবে পাকিস্তানের পেস আক্রমণের সামনে টিকতে পারেনি ভারত। আলী রেজার নেতৃত্বে বোলারদের দাপটে মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয় ভারতীয় দল।
তবে ম্যাচ শেষে আলোচনায় উঠে আসে মাঠের আচরণ। সরফরাজ আহমেদ দাবি করেন, ভারতের কিছু খেলোয়াড়ের আচরণ শোভন ছিল না। তিনি জানান, ম্যাচের আগেই নিজের দলকে সংযত থাকার নির্দেশ দিয়েছিলেন এবং কোনো উসকানিতে জড়াতে নিষেধ করেছিলেন।
এ বিষয়ে পাকিস্তান ডাগআউটের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে সরফরাজ খেলোয়াড়দের মর্যাদা বজায় রাখার কথা বলতে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
এদিকে বড় হারের পর ভারতীয় ক্রিকেট বোর্ড অনূর্ধ্ব-১৯ দল নিয়ে বিস্তারিত পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে মাঠের শৃঙ্খলার বিষয়টিও আলোচনায় আসতে পারে।
বিআলো/শিলি



