অন্তকোন্দল ভুলে নির্বাচনের জন্য প্রস্তুত হোন: সেলিমুজ্জামান সেলিম
বাদশাহ মিয়া, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আপনারা নিজেদের অন্তকোন্দল ভুলে গিয়ে আগামী ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের জন্য আজ থেকেই মাঠে কাজ শুরু করুন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিন থেকে সকলে শপথ নিন—ভেদাভেদ ভুলে নির্বাচনমুখী রাজনীতিতে মনোনিবেশ করুন।”
বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে কলেজ মোড়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও র্যালি। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, সাবেক পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার আগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
বিআলো/তুরাগ