অন্তর্বর্তীকালীন সরকারের চরম উদাসীনতা: কাজী মামুনের অভিযোগ
এস এম শাহজালাল সাইফুল: জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ মামুনুর রশিদ বলেছেন, রাজধানীর চকবাজারে ১০ জুলাইয়ের নৃশংস হত্যাকাণ্ডসহ দেশজুড়ে হত্যাকাণ্ড, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দখলবাজি—এই ধারাবাহিক অপরাধে জাতি চরম আতঙ্ক ও অনিশ্চয়তায় রয়েছে।
তিনি বলেন, “আঠারো কোটি মানুষ আজ ভীষণ অসহায় বোধ করছে। কারোর জানমাল আর নিরাপদ নয়। এভাবে চলতে থাকলে দেশ চরম পরিণতির দিকে ধাবিত হয়ে কালো গহ্বরে আটকে যাবে, যা কারোরই কাম্য নয়।”
আজ রবিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টি মনে করে, দেশের বিদ্যমান সংকট নিয়ন্ত্রণে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চরম উদাসীনতা ও সিদ্ধান্তহীনতার পরিচয় দিচ্ছে। এ থেকে উত্তরণে দেশপ্রেমিক সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনীতিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, ছাত্র, জনতা—গোটা জাতির ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
কাজী মামুন বলেন, “বাংলাদেশকে অস্থিতিশীল করে নিজেদের ফায়দা লোটার ষড়যন্ত্রে দেশি-বিদেশি অপশক্তি লিপ্ত। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। এমন অরাজক পরিস্থিতি তৈরি করে অর্থনীতির চাকা থামিয়ে দিতে চায়। একই অপশক্তি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধেও গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। আমাদের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যে সুনাম অর্জন করেছে, তা নষ্ট করার চেষ্টা চলছে।”
তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য অশনি সংকেত। গত ১১ মাসে বিদেশি বিনিয়োগ আসেনি, অর্থনীতির অবস্থাও নাজুক। এর মধ্যেই আইনশৃঙ্খলার অবনতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জাতীয় পার্টির মহাসচিব এ সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার পূর্ণ ব্যবহার করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দখলবাজি—এই সব অপরাধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সরকার ইতিমধ্যেই সর্বক্ষেত্রে ব্যর্থতার প্রমাণ দিয়েছে।”
তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের উদ্দেশে বলেন, “দেশবাসী আজ আপনার দিকে তাকিয়ে আছে। দেশের স্বার্থে এক্ষুণি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে জাতিকে এই আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে মুক্ত করুন।”
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম শফিক, নিগার সুলতানা রানী, খন্দকার মনিরুজ্জামান টিটু, জামাল রানা, উপদেষ্টা হাফসা সুলতানা, যুগ্ম মহাসচিব ওয়াহিদুল ইসলাম তরুণ, সাংগঠনিক সম্পাদক রিফাতুল ইসলাম পাভেল, কেন্দ্রীয় নেতা নাজমিন সুলতানা তুলি, আজমল হোসেন জিতু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ