অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২০
আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুরনুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাতে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস কুরনুল জেলার চিন্না টেকুর গ্রামের কাছে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গেলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটি পুড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। অনেকেই ঘুমিয়ে থাকায় সময়মতো বের হতে না পেরে প্রাণ হারান। যারা জানালার কাচ ভেঙে বের হতে পেরেছেন, তারাই বেঁচে যান।
কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত পাতিল বলেন, ‘ভোর ৩টার দিকে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী কাবেরি ট্রাভেলসের এসি ভলভো বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।’
তিনি আরও জানান, ১৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১১ জন সরকারি হাসপাতালে এবং ৩ জনকে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধান ও নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।
বিআলো/শিলি



