অন্য কাউকে ‘কলম প্রতীক’ না দিতে ইসিকে ফের জাগ্রত পার্টির বাধা
নিজস্ব প্রতিবেদক: ‘কলম’ প্রতীক অন্য কোনো দলকে বরাদ্দ না দেয়ার জন্য তৃতীয় দফায় আবেদন জানিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিব বরাবর তৃতীয় দফায় আবেদনপত্র সশরীরে জমা দেন দলটির মুখপাত্র কাজী শামসুল ইসলাম।
জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান ও মহাসচিব অ্যাডভোকেট অশোক কুমার ঘোষের পক্ষে মূখপাত্র স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২০২৪ সালের ২৮ নভেম্বর আত্মপ্রকাশের পর থেকে জাগ্রত পার্টি দলীয় প্রতীক হিসেবে সকল ধরনের কাগজেপত্রে ‘কলম’ ব্যবহার করে আসছে। যা জাতীয় পত্র পত্রিকা, অনলাইন ও টেলিভিশন এবং মাল্টিমিডিয়াসহ সব ধরনের গণমাধ্যমে ঘোষিত ও প্রকাশিত।
শুধু তাই নয় বিগত সময় দুই দফায় আনুষ্ঠানিক পত্র মারফত এবিষয়ে নির্বাচন কমিশনকে জানানোও হয়েছে।
পাশাপাশি, দু একটি দল ‘কলম’ প্রতীক চেয়ে আবেদন করতে পারে বা করার সম্ভাবনা রয়েছে এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাগ্রত পার্টি প্রতীকটি অন্য কোনো দলকে বরাদ্দ না দেয়ার আবেদন জমা দেয়।
কিন্তু সম্প্রতি আবারো গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, ফের প্রতীকটি আরেকটি দলকে বরাদ্দ দেয়ার অপচেষ্টা চলছে। যা আইনত বিধিসম্মত নয়।
কারণ এরই মধ্যে উচ্চ আদালতে বাংলাদেশ জাগ্রত পার্টির নিবন্ধন রিট পিটিশন চলমান রয়েছে ।
বাংলাদেশ জাগ্রত পার্টির মুখপাত্র কাজী শামসুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিআলো/তুরাগ



