অপপ্রচারের বিরুদ্ধে কাজী মনিরুজ্জামানের তীব্র নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক: ‘মনোনয়ন না পাওয়ার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনা অনুষ্ঠানে যাননি’—এমন বিভ্রান্তিকর শিরোনামে স্থানীয় রাজনৈতিক স্বার্থলোভী মহল ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অংশ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী মনিরুজ্জামান।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ অসুস্থতার কারণে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন। শারীরিক অসুস্থতার কারণে দেশের বাইরে থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় একজন মুক্তিযোদ্ধা এবং জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক হিসেবে তিনি গভীরভাবে মর্মাহত।
বিবৃতিতে তিনি আরও বলেন, আমার এই অনুপস্থিতিকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলক অপপ্রচারের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করিয়েছে। এ ধরনের অপপ্রচার চালিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাহনুমা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসাকে কখনোই মুছে ফেলা যাবে না।
কাজী মনিরুজ্জামান বলেন, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে গত ৪৭ বছর ধরে আমি দলটির সঙ্গে আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। অপপ্রচার করে আমাকে রাজনীতির ময়দান থেকে দূরে রাখা যাবে না।
তিনি উল্লেখ করেন, দলের দুঃসময়ে—বিশেষ করে ২৮ অক্টোবর ও ১০ ডিসেম্বর গোলাপবাগের সমাবেশে—তিনি শুধু উপস্থিতই ছিলেন না, দেশ ও জনগণের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বক্তব্যও প্রদান করেছিলেন। এখন যখন দল সুসময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তখন স্থানীয় স্বার্থলোভী মহলের কাছে তার প্রশ্ন—আমি কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনায় থাকব না?
বিবৃতির শেষাংশে তিনি বলেন, ইনশাআল্লাহ, সুস্থ হয়ে দেশে ফিরে অতীতের মতোই ভবিষ্যতেও দলের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে রাজপথে সক্রিয় থাকব। দলীয় মনোনয়ন একটি সাময়িক বিষয়; মনোনয়ন না পাওয়া আমাকে কখনোই রাজনীতির মাঠ থেকে দূরে রাখতে পারবে না।
এ কারণে স্থানীয় রাজনৈতিক স্বার্থলোভী মহলের ষড়যন্ত্রমূলক অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিআলো/তুরাগ



