• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় নয়: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক 

     dailybangla 
    13th Jul 2025 6:10 pm  |  অনলাইন সংস্করণ

    নারায়ণগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

    মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

    সভায় জেলা প্রশাসক বলেন, “দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দলমত নির্বিশেষে সবার সহযোগিতা জরুরি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে, অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিতে হবে।”

    তিনি আরও বলেন, “অপরাধী ও মাদক ব্যবসায়ী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন নিজের হাতে না তুলে নিয়ে আইনের সহায়তা নিতে হবে এবং অন্যদেরও সেই পথে উৎসাহিত করতে হবে। নিজেরা সচেতন হয়ে অন্যদেরও সচেতন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে হবে।”

    সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, এনএসআই কর্মকর্তা দাদন মুন্সী, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, সহকারী পরিচালক (৬২ ব্যাটালিয়ন) জিয়াউর রহমান, জেল সুপার ফোরকান ওয়াহিদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ।

    সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিষয়গুলোর মধ্যে ছিল

    চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিতকরণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা রোধ, এসিড সন্ত্রাস নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য পাচার রোধ, নারী ও শিশু নির্যাতন ও পাচার প্রতিরোধ, যৌতুক নিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, নৌপথ ও সড়কে যানজট নিরসন, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন।

    সভায় সিদ্ধান্ত হয় যে জেলার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সকল পক্ষকে সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধী ও মাদক ব্যবসায়ী যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031