অপারেশন ‘ডেভিল হান্ট-২’ : খুলনা–বাগেরহাট–সাতক্ষীরায় রাতভর অভিযানে ৬ জন আটক
নিজস্ব প্রতিবেদক: খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট-২’-এ ৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাতভর চলা পাঁচটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা বাগেরহাটের মোংলা ও মোড়েলগঞ্জ, খুলনার রূপসা ও দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগরের জয়খালী এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় ওইসব এলাকা থেকে ৬ জনকে আটক করা হয়। তারা হলেন, আসাদুজ্জামান সবুজ (৩৪), মো. শাহীন আলম (৪৮), রবিউল ইসলাম লিটু (৫৮), শেখ আজহারুল ইসলাম (৬৭), বিদ্যুৎ বিশ্বাস (৬৬) ও মো. শাহীনুর গাজী (৩৮)।
অভিযানে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
দেশের আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
বিআলো/এফএইচএস



