• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩ এ আকাশ ও স্থলভাগে মহড়া 

     dailybangla 
    17th Sep 2025 11:55 pm  |  অনলাইন সংস্করণ

    জরুরি সেবা, যুদ্ধকালীন প্রস্তুতি ও বেঁচে থাকার অনুশীলন

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স যৌথভাবে ৭ দিনব্যাপী মহড়া “অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩” আয়োজন করেছে।

    চলমান এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে আকাশ, স্থল ও যুদ্ধকালীন সংকটময় পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা বৃদ্ধি করা। আজ বুধবার মহড়ার বিভিন্ন ধাপে আকাশপথে জরুরি চিকিৎসা সহায়তা, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং স্থলভাগে যুদ্ধকালীন প্রস্তুতি অনুশীলন সম্পন্ন হয়।

    মহড়ার অংশ হিসেবে গুরুতরভাবে আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর (Patient Transfer) অনুশীলন করা হয়। এই প্রক্রিয়ায় উড্ডয়নকালীন সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জরুরি চিকিৎসা সহায়তার বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয়েছে। একই সঙ্গে পরিচালিত হয় Search and Rescue (অনুসন্ধান ও উদ্ধার) কার্যক্রম। এর মাধ্যমে দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যুদ্ধক্ষেত্রে আহতদের দ্রুততম সময়ে নিরাপদে সরিয়ে আনার কৌশল চর্চা করা হয়েছে।

    আকাশপথ ছাড়াও স্থলভাগে যুদ্ধকালীন কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দুইটি অনুশীলন অন্তর্ভুক্ত ছিল—Combat Tracking এবং Survival Exercise। কমব্যাট ট্র্যাকিং মহড়ায় শত্রুর গতিবিধি শনাক্ত, গোপনে অনুসরণ এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়নের দক্ষতা অর্জিত হয়েছে। অন্যদিকে, সারভাইভাল এক্সারসাইজ অংশে প্রতিকূল পরিবেশে সীমিত সম্পদ ব্যবহার করে টিকে থাকার কৌশল অনুশীলন করা হয়। এতে খাদ্য ও পানীয় সংগ্রহ, আত্মগোপন এবং শত্রু পরিবেষ্টন থেকে নিরাপদে মুক্ত হওয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন অংশগ্রহণকারীরা।

    এই মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে উভয় বাহিনী শুধু যুদ্ধকালীন প্রস্তুতিই নয়, বরং জরুরি সঙ্কটময় পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর দক্ষতা অর্জন করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, “অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩” ভবিষ্যতের যৌথ অভিযানে একটি মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930