অপু, পূজা, বুবলীর স্টাইলিংয়ে আলোচনার শীর্ষে মাহফুজ কাদরী
ঢালিউডের ফ্যাশন আইকনদের লুক বদলে দিচ্ছেন মাহফুজ
হৃদয় খান: ঝলমলে আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর রঙিন স্বপ্নের ভেতরেই তৈরি হয় তারকাদের গ্ল্যামারাস উপস্থিতি। তবে সেই উজ্জ্বলতার নেপথ্যে থাকেন কিছু নীরব শিল্পী, যাদের সৃজনশীল ছোঁয়ায় বদলে যায় পুরো লুক। শোবিজ অঙ্গনে এমনই এক নির্ভরযোগ্য নাম মাহফুজ কাদরী। অপু বিশ্বাস, পূজা চেরি, শবনম বুবলীসহ জনপ্রিয় তারকাদের স্টাইলিং করে অল্প সময়েই আলোচনার শীর্ষে উঠে এসেছেন এই সেলিব্রিটি স্টাইলিস্ট ও কোরিওগ্রাফার।
শোবিজ অঙ্গনে সেলিব্রিটি স্টাইলিস্ট ও কোরিওগ্রাফার হিসেবে পরিচিত মাহফুজ কাদরীর ক্যারিয়ারের শুরুটা ছিল একজন নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক হিসেবে। ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। পাশাপাশি পোশাক, সাজসজ্জা ও চুলের স্টাইল নিয়ে ছিল আলাদা টান। হাতের কাছে যাকেই পেতেন, তাকে নতুনভাবে সাজিয়ে তোলা কিংবা ভিন্ন লুকে উপস্থাপন করাই ছিল তার আনন্দ।
২০১৫ সালে ঢাকায় জনপ্রিয় নৃত্যগুরু শিবলি মোহাম্মদের কাছে কত্থক নাচের তালিম নেওয়ার মাধ্যমে তার নৃত্যচর্চা আরও গভীর হয়। একই সময়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইটি বিষয়ে বিএসসি অধ্যয়ন চালিয়ে যান তিনি। পরের বছর ২০১৬ সালে এম আর ওয়াসেক ও ফারহানা চৌধুরী বেবীর কাছে সৃজনশীল ও লোকনৃত্যের প্রশিক্ষণ নেন। নাচের ছন্দ ও অভিব্যক্তির সঙ্গে পোশাক ও স্টাইলিংয়ের সমন্বয় ঘটানোর তার এই প্রয়াসই কাজকে এনে দেয় আলাদা মাত্রা।
২০১৮ সালে নিজের উদ্যোগে তিনি গড়ে তোলেন ‘কাদরী ডান্স ট্রুপ’। এই দল নিয়ে নিয়মিত সরকারি ও বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে ধীরে ধীরে পরিচিতি লাভ করেন। মঞ্চে নৃত্যের সঙ্গে পোশাক ও লুকের বৈচিত্র্য দর্শকের নজর কাড়তে শুরু করে।
২০২০ সালে করোনা মহামারির সময় যখন বিনোদন জগৎ থমকে যায়, তখনই মাহফুজ কাদরীর ক্যারিয়ারে আসে নতুন মোড়। নৃত্যের পাশাপাশি স্টাইলিংয়ে তার সৃজনশীল কাজ আলাদাভাবে নজরে আসে। একের পর এক জনপ্রিয় নায়িকার কাছ থেকে স্টাইলিংয়ের প্রস্তাব পেতে থাকেন তিনি। পূজা চেরির জন্য একটি ব্রাইডাল শুটে দুটি ভিন্ন লুক ডিজাইন করেন। শবনম বুবলীর জন্য একটি ম্যাগাজিন শুটে তিনটি লুকের স্টাইলিং করেন। সবচেয়ে বড় দায়িত্ব আসে মাহিয়া মাহির বিয়ের পুরো লুকের স্টাইলিংয়ের মাধ্যমে, যা শোবিজে ব্যাপক প্রশংসিত হয়।
এরপর আর পেছনে তাকাতে হয়নি। সততা, পরিশ্রম ও সৃজনশীলতার মাধ্যমে অল্প সময়েই তারকাদের আস্থার জায়গা তৈরি করেন মাহফুজ কাদরী। নিয়মিত ইভেন্ট, ফটোশুট কিংবা বিশেষ আয়োজনের জন্য ‘স্টাইলিং বাই কাদরী’ হয়ে ওঠে অনেক তারকার প্রথম পছন্দ। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের পিআর ও প্রোমোশনাল কাজেও তাকে যুক্ত করতে শুরু করে।
২০২৪ সালের নভেম্বর মাসে ঢালিউড কুইন অপু বিশ্বাসের লুক চেঞ্জ করে নতুনভাবে ফ্যাশন আইকন হিসেবে উপস্থাপন করার মাধ্যমে মাহফুজ কাদরী আলোচনার তুঙ্গে চলে আসেন। অপু বিশ্বাসের স্টাইলিংয়ে তার সৃজনশীলতা নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। ২০২৫ সালে নেপালের একটি আন্তর্জাতিক রিয়েলিটি শোতে প্রশিক্ষক ও স্টাইলিস্ট হিসেবে অংশ নেন মাহফুজ কাদরী। সেখানে বলিউডের কিংবদন্তি নায়িকা মন্দাকিনী ঠাকুরের স্টাইলিং করে আবারও নতুন আলোচনার জন্ম দেন।
সাফল্যের স্বীকৃতি হিসেবে তার ঝুলিতে রয়েছে একাধিক সম্মাননা। এর মধ্যে উল্লেখযোগ্য—বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫, আইকনিক অ্যাওয়ার্ডস ২০২৫, ডিজিটাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড ২০২৫, ঢাকা ফ্যাশন ডে ২০২৪-এর বেস্ট সেলিব্রিটি স্টাইলিস্ট অ্যাওয়ার্ড, গার্লস প্রায়োরিটি চট্টগ্রাম ২০২৩, বাংলাদেশ মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৫সহ আরও অসংখ্য পুরস্কার।
নৃত্যশিল্পী থেকে সেলিব্রিটি স্টাইলিস্ট—নিজের স্বপ্ন, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমকে শক্তি করে মাহফুজ কাদরী গড়ে তুলেছেন একটি সফল ও অনুপ্রেরণামূলক ক্যারিয়ার। শোবিজ অঙ্গনে জনপ্রিয় তারকাদের নতুন নতুন লুকের নেপথ্যের এই মানুষটি এখন সময়ের অন্যতম আলোচিত ও নির্ভরযোগ্য নাম।
বিআলো/তুরাগ



