অপূর্বর ঘরে নতুন অতিথি!
বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বাবা হয়েছেন। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া নবজাতক কন্যা ও তার মা সুস্থ আছেন বলে জানা গেছে।
অভিনেতা অপূর্বর পরিবারে নতুন আনন্দের বার্তা এসেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কন্যাসন্তানের জন্মের খবর শেয়ার করেন তিনি। নবজাতকের ছোট্ট হাতের একটি ছবি পোস্ট করে অপূর্ব জানান, তার মেয়ের নাম রাখা হয়েছে ‘আনায়া’।
অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়েছেন। মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন বলে পরিবার সূত্র জানিয়েছে। পোস্টে অপূর্ব কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “আলহামদুলিল্লাহ! আমাদের জীবনে নতুন অতিথির আগমনে আমরা আনন্দিত। প্রিয় আনায়ার জন্য সবাই দোয়া করবেন।”
২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। চার বছর পর তাদের দাম্পত্যজীবনে এলো প্রথম সন্তান।
অভিনেতার এটি তৃতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে সাদিয়া জাহান প্রভার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও পরের বছরই তাদের বিচ্ছেদ ঘটে। এরপর নাজিয়া হাসান অদিতিকে ২০১১ সালে বিয়ে করেন অপূর্ব; সেই সম্পর্কের ইতি ঘটে ২০২০ সালে। অদিতির সঙ্গে তার জায়ান ফারুক আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে।
বিআলো/শিলি



