অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার বিমান
আন্তর্জাতিক ডেস্ক: অবতরণের সময় এবার বড় ধরনের দুর্ঘটনা থেকে কোনোমতে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার একটি বিমান।
সোমবার (২১ জুলাই) সকালে অবতরণের সময় রানওয়েতে চাকা পিছলে যায় বিমানটির। পাইলট বিমানটিকে ফের রানওয়েতে আনার চেষ্টা করেও ব্যর্থ হন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সোমবার ভারতের কোচি থেকে মুম্বাইয়ে অবতরণ করছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি।
তবে প্রবল বৃষ্টির মাঝে অবতরণের সময় দুর্ঘটনাবশত রানওয়ে থেকে পিছলে যায় বিমানের চাকা। পাইলট বিমানটিকে ফের রানওয়েতে ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয় যে বিমানের তিনটি চাকা ফেটে যায়। ক্ষতিগ্রস্ত হয় বিমানের ইঞ্জিন।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দুর্ঘটনার জেরে রানওয়েও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অবতরণের সময় বিমানটি পিছলে যায়। ভারি বৃষ্টিপাতের কারণে এই ঘটনা ঘটেছে। যাত্রীদের ডক করে নিরাপদে বের করে আনা হয়েছে। সব যাত্রী, পাইলট এবং ক্রু সদস্যরা নিরাপদে আছেন।
উল্লেখ্য, আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর থেকে বারবার দুর্ঘটনার মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া। প্রশ্ন উঠেছে বোয়িং ড্রিমলাইনারের সুরক্ষা নিয়েও।
এরই মাঝে রোববার ডেল্টা এয়ারলাইন্সের একটি বোয়িং ড্রিমলাইনার বিমানে মাঝ-আকাশে অগ্নিকাণ্ড ঘটে। পাইলটের তৎপরতায় তড়িঘড়ি সেটিকে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। এই দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও প্রশ্নের মুখে পড়ে নিরাপদ বিমানযাত্রা।
বিআলো/শিলি