অবৈধ অভিবাসীদের জন্য গুদামকে আটককেন্দ্রে বানাচ্ছে যুক্তরাষ্ট্র
dailybangla
26th Dec 2025 9:41 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: অবৈধ অভিবাসীদের আটক ও প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদার করতে যুক্তরাষ্ট্রজুড়ে গুদামকে অস্থায়ী আটককেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, প্রায় ৮০ হাজার আটক অভিবাসীকে রাখার জন্য ২২টি গুদাম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মার্কিন অভিবাসন ও শুল্ক বিভাগ (ICE) জানিয়েছে, এসব গুদাম থেকে অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক ৭০ হাজারের বেশি অভিবাসী আটক রয়েছেন।
পরিকল্পনা অনুযায়ী, টেক্সাসসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বড় ও ছোট মিলিয়ে মোট ২২টি কেন্দ্র স্থাপন করা হবে। প্রতিটি বড় কেন্দ্রে ৫ থেকে ১০ হাজার মানুষ রাখা সম্ভব হবে।
এই উদ্যোগ মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
বিআলো/শিলি



