• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান, জরিমানা আদায় 

     dailybangla 
    11th Nov 2025 12:29 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৯ নভেম্বর (রবিবার) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন রায়ের নেতৃত্বে মেট্রো ঢাকা বিপণন বিভাগ ১–এর আওতাধীন নাসিরুদ্দিন সড়ক, দনিয়া, কদমতলী, মদিনা ট্যাংক গলি, লন্ডন মার্কেট, সানারপাড় ও সিদ্ধিরগঞ্জ এলাকায় ৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে আল রাব্বি ওয়াশিং ও ভাই ভাই ওয়াশিং সার্ভিসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ৬০০ মিটার ২ ইঞ্চি এমএস পাইপ অপসারণ করা হয়। এ সময় বিভিন্ন ব্যাসের ১৫৫ ফুট এমএস পাইপ, ২০০ ফুট প্লাস্টিক পাইপ এবং ২টি বুস্টার জব্দ করা হয়। অবৈধ গ্যাস ব্যবহার করার দায়ে ভাই ভাই ওয়াশিং সার্ভিস থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    একই দিনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাশেদ খানের নেতৃত্বে আঞ্চলিক বিপণন বিভাগ রূপগঞ্জ, জোবিঅ আড়াইহাজারের আওতাধীন ঝাউগড়া (দক্ষিণপাড়া), নাগেরচর (মুকুন্দি) ও কৃষ্ণপুড়া এলাকায় ৩টি স্পটে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এতে আনুমানিক ১,২০০টি বাড়ির ১,৫০০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ৩,১০০ ফুট এমএস পাইপ জব্দ করা হয়। নাগেরচর এলাকায় অবৈধ চুনা কারখানা স্থাপনের উদ্দেশ্যে স্থাপিত ২ ইঞ্চি ডায়ার পাইপ পুরোপুরি কেটে জব্দ করা হয়।

    এছাড়া আঞ্চলিক বিক্রয় বিভাগ সাভার, জোবিঅ-আশুলিয়ার আওতাধীন গোরাট পাকার মাথা, ইউসুফ মার্কেট সংলগ্ন এলাকায় ২টি স্পটে অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় ৪৫০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ৯০০ ফুট এমএস পাইপ জব্দ করা হয়েছে। অভিযানে মাসিক প্রায় ১১,৫৫,৯৯৬ টাকার গ্যাস চুরি প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

    তিতাস গ্যাসের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ নারায়ণগঞ্জ কর্তৃক জোবিঅ-ফতুল্লা এলাকার এপি নীট কটন ডাইং, রয়া ডাইং, এডভ্যান্স ওয়ার্ল্ড লিমিটেড, শাহানুর ট্রেডার্স, কদম রসূল ডাইং এন্ড প্রিন্টিং, আজাদ রিফাত ফাইবার্স লিমিটেড, ঢাকা টেক্সটাইল মিলস, স্যামসন উইন্টার ওয়্যার লিমিটেড এবং মুন ফেব্রিক লিমিটেড পরিদর্শন করা হয়, তবে কোনো উল্লেখযোগ্য অসঙ্গতি পাওয়া যায়নি।

    উল্লেখ্য, সেপ্টেম্বর ২০২৪ থেকে ১ নভেম্বর ২০২৫ পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৩৯৬টি শিল্প, ৫৩২টি বাণিজ্যিক ও ৭৩,০৯৭টি আবাসিকসহ মোট ৭৪,০২৫টি অবৈধ গ্যাস সংযোগ এবং ১,৫৮,১৪৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ৩১০.৭ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031