• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে বিশেষ অভিযান 

     dailybangla 
    23rd Sep 2025 3:07 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: অবৈধ গ্যাস ও জ্বালানি তেল সংযোগ এবং বিক্রয় কার্যক্রমের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান চলছে।  সূত্র: বাসস

    সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ঢাকা ও তিন জেলায় এসব অভিযান পরিচালনা করেন।

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযানকালে ৭০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ‘মিস্টার কিচেন’ ও ‘পিজ্জা বয়’ নামে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে আট জন আবাসিক গ্রাহককে ৪০ হাজার টাকা এবং দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে চারটি চুনা কারখানা ও তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাতটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় প্রায় ৮৭০ ফুট পাইপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। অভিযুক্তদের মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    ঢাকার কেরানীগঞ্জে একটি ওয়াশিং কারখানা, একটি তারের কারখানা এবং একটি আবাসিক ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রতি মাসে আনুমানিক ৬ লাখ ৮১ হাজার ১৪৮ টাকা মূল্যের ২৩,২৪৫ ঘনমিটার গ্যাস সাশ্রয় হবে। অভিযানে ২৯০ ফুট পাইপ, দুটি বল ভালভ এবং একটি কম্প্রেসর সেট জব্দ করা হয়।

    নরসিংদীর মনোহরদী উপজেলায় অনুমোদনহীন ও ভেজাল জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠান থেকে ৫৭০ লিটার ডিজেল ও ২৭৫ লিটার পেট্রল জব্দ করা হয়।

    এই অভিযানগুলো অবৈধ জ্বালানি ব্যবহার এবং বিপণন বন্ধে সরকারের কঠোর অবস্থানেরই প্রতিফলন। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং জরিমানা আদায়ের মাধ্যমে সরকার জ্বালানি খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930