অভিনেতা সাব্বির আহমেদের পরিবারে নতুন খুশির খবর: দ্বিতীয়বার বাবা হলেন তিনি
শেখ মোঃ সায়ান আহমেদের আগমনে উচ্ছ্বাসে ভাসছে পরিবার, মা ও ছেলে সুস্থ
বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ আবারও বাবা হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯:৪৫ মিনিটে মাগুরার একটি প্রাইভেট ক্লিনিকে অভিনেতার স্ত্রী নাসরুমা নাসির বিথি পুত্র সন্তানের জন্ম দেন।
ডাঃ তপন কুমার জানিয়েছেন, সিজার অপারেশন সম্পূর্ণ সুষ্ঠুভাবে হয়েছে। নবজাতক ছেলে এবং মা উভয়ই সুস্থ আছেন। নতুন শিশুর নাম রাখা হয়েছে শেখ মোঃ সায়ান আহমেদ।
সাব্বির আহমেদের পরিবারে এর আগে একটি কন্যা সন্তান রয়েছে, শেখ তাসনিম আহমেদ সাবিহা, যিনি ২০২১ সালের ২০ জুন জন্মগ্রহণ করেছিলেন। সাব্বির ও নাসরুমা দম্পতি ২০২০ সালের ২০ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন।

নবজাতককে স্বাগত জানাতে এবং পরিবারের জন্য সবাই দোয়া করছে। নতুন জীবনের আগমনে অভিনেতা পরিবারের সুখ ও আনন্দের মুহূর্ত যেন চিরকাল টিকে থাকে।
বিআলো/তুরাগ