অভিবাসন নীতিতে আরও কঠোর পদক্ষেপ ইইউ’র
dailybangla
09th Dec 2025 5:19 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: অভিবাসন সংকট মোকাবিলায় নতুন কড়া নীতিমালার বিষয়ে সোমবার ঐকমত্যে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো।
ব্রাসেলসে স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যে প্রস্তাবগুলো অনুমোদিত হয়েছে, তার মধ্যে রয়েছে- ইইউ-এর বাইরে পুনর্বাসন কেন্দ্র স্থাপন, স্বেচ্ছায় দেশে না ফিরলে কঠোর শাস্তি এবং অভিবাসীদের নিজ দেশের বদলে ‘নিরাপদ তৃতীয় দেশে’ ফেরত পাঠানো।
ডানপন্থি দলের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় সদস্য দেশগুলো অভিবাসন ইস্যুতে কড়া অবস্থান নিচ্ছে।
তবে মানবাধিকার সংগঠনগুলো এই প্রস্তাবকে অমানবিক ও ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ করেছে। প্রস্তাবগুলো এখন ইউরোপীয় পার্লামেন্টের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।
বিআলো/শিলি



