অভিযুক্ত বিচারকদের বিষয়ে ব্যবস্থা নেবেন উচ্চ আদালত: আসিফ নজরুল
dailybangla
20th Oct 2024 6:51 pm | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: কিছু বিচারকের ব্যাপারে নানা অভিযোগ রয়েছে। অভিযুক্ত সেসব বিচারকদের বিষয়ে উচ্চ আদালত ব্যবস্থা নেবেন বলে মন্তব্য করেছেন আইন ও বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
২০ অক্টোবর, রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। ষোড়শ সংশোধনীর রায়ের বিষয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
আসিফ নজরুল বলেন, ‘কিছু বিচারকের ব্যাপারে প্রচুর অভিযোগ রয়েছে। তারা ফ্যাসিস্ট শক্তির নিপীড়ক যন্ত্রে পরিণত হয়েছিলেন। কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। তাদের নিয়ে ছাত্র-জনতার অনেক ক্ষোভ রয়েছে। এখন সুপ্রিম কাউন্সিল পুনরুজ্জীবিত হওয়ায় সেসব বিষয় সাংবিধানিকভাবে নিষ্পত্তির সুযোগ তৈরি হয়েছে। এরপরও উচ্চ আদালত সম্পূর্ণ স্বাধীন, তাই তাদের ব্যবস্থা উচ্চ আদালতই ব্যবস্থা নেবে।’
বিআলো/শিলি