• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ–২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত 

     dailybangla 
    16th Oct 2025 7:09 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ–২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান আজ (১৬ অক্টোবর) গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুল (ওসিএন্ডএস)-এ অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ মোস্তাগাউছুর রহমান খান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), লজিস্টিকস এরিয়া। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

    একই দিনে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসস্থ ইএমই সেন্টার অ্যান্ড স্কুল (ইএমইসিএন্ডএস)-এও অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ–২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এস. এম. জিয়া-উল-আজিম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

    নান্দনিক ও চৌকস এই প্যারেডের মাধ্যমে অর্ডন্যান্স ও ইএমই কোরের নবীন সৈনিকবৃন্দ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।

    প্রধান অতিথিগণ তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশের সেনাবাহিনী একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক। অর্ডন্যান্স ও ইএমই কোর দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নবীন সৈনিকরা যেন একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জন করে দেশমাতৃকার সেবায় নিজেদের নিবেদিত রাখে—সে আহ্বান জানান তাঁরা।

    অনুষ্ঠানদ্বয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবর্গ, নবীন সৈনিকদের পরিবারের সদস্যবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031