• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অসাধু সিন্ডিকেটের মূল হোতা সায়েদুজ্জামানের বিচারের দাবিতে মানববন্ধন 

     dailybangla 
    17th Oct 2024 11:38 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে মাল্টিপল সোর্স থেকে নিম্নমানের বালাইনাশক আমদানি ও অনিয়মতান্ত্রিক ভাবে উচ্চমূল্যে কৃষকের নিকট বিক্রিতে জড়িত অসাধু সিন্ডিকেটের মূল হোতাসহ (সায়েদুজ্জামান) সংশ্লিষ্ট সকল অপরাধীর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ সোসাইটি। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. ইউসুফ মিয়া, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ড. খান আসাদুজ্জামান, ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ সোসাইটির সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাগ্রো কেমিক্যাল ব্যবসায়ী নেতা মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহনাফসহ আরো অনেকে। অধ্যাপক ড. ইউসুফ মিয়া বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রধান পেশা কৃষি। কৃষির উপর নির্ভর করেই তাদের সংসার চলে। তাদের সন্তানদের ভবিষ্যৎ গড়েন। তারা এই সোনার ফসলের উপরেই নির্ভরশীল। নিম্নমানের বালাইনাশক আমদানি ও অনিয়মতান্ত্রিক ভাবে উচ্চমূল্যে কৃষকের নিকট বিক্রয়ের কারণে কৃষক পথে বসছেন এবং আমাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

    ড. খান আসাদুজ্জামান, বলেন কৃষক সমাজ দেশের প্রাণ। নিম্নমানের বালাইনাশক আমদানির কারণে কৃষক তথা সর্বস্তরে জনগোষ্ঠী সমহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা নিম্নমানের বালাইনাশক আমদানি রোধে সরকারের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছি। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বাঁচলে কৃষক বাঁচবে দেশ- শীর্ষক মানববন্ধনে বাংলাদেশের ১৮ কোটি মানুষের খাদ্য উৎপাদনে নিয়োজিত কৃষক ভাইদের ন্যায্য দাবি প্রতিষ্ঠাবার লক্ষ্যে আজকের এই আয়োজন। বিশেষ করে সিন্ডিকেটের মাধ্যমে বীজ, সার এবং কীটনাশক পণ্য সঠিক মূল্যে সরবরাহ করে কৃষকের হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি এবং কৃষকের উৎপাদনকৃত পণ্য ভোক্তার হাতে পৌছানো পর্যন্ত কতিপয় দালাল চক্রের হাত থেকে রক্ষা করতে হবে। অন্যথায় যেই লাউয়ের মূল্য ২০ টাকা সেই লাউ বাজারে বিক্রি হবে ১০০ টাকায়। এই সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে চাই।

    উক্ত কর্মসূচিতে সংগঠনের সভাপতি খালেদ এম এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান, দেবী প্রসাদ মজুমদারসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930