অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে ফেসবুক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ হতে যাচ্ছে
বিআলো ডেস্ক: কিশোর-কিশোরীদের মানসিক বিকাশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির সরকার ১৬ বছরের নিচে সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে মেটাকে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে।
মেটা জানিয়েছে, তারা ইতোমধ্যে ১৩-১৫ বছর বয়সি শনাক্ত হওয়া অস্ট্রেলিয়ান ব্যবহারকারীদের জানানো শুরু করেছে যে তারা শিগগিরই ইনস্টাগ্রাম, থ্রেডস ও ফেসবুক ব্যবহারের অধিকার হারাবে।
আগামী ৪ ডিসেম্বর থেকে নতুন করে ১৬ বছরের নিচে কেউ অ্যাকাউন্ট খুলতে পারবে না এবং ধাপে ধাপে বিদ্যমান অ্যাকাউন্টও বাতিল করা হবে। ১০ ডিসেম্বরের মধ্যেই সব অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারী সরিয়ে ফেলতে চায় প্রতিষ্ঠাটি।
অস্ট্রেলিয়া সরকারের এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে মেটা। তাদের মতে, কিশোরদের বন্ধু ও কমিউনিটি থেকে বিচ্ছিন্ন করা কোনো সমাধান নয়। তবে বয়স ১৬ পূর্ণ হলে আবার অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।
দেশটিতে নতুন আইন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। শিশু অধিকারবিষয়ক বৃহত্তম সংস্থা ‘দ্য অস্ট্রেলিয়ান চাইল্ড রাইটস টাস্কফোর্স’ এটির কঠোর সমালোচনা করেছে।
অন্যদিকে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন- উদ্দেশ্য একটাই, শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতি কমানো।
বিআলো/শিলি



