অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র ও ইমিগ্রেশন মন্ত্রী টনি বার্কের সঙ্গে ট্রাব অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও ইমিগ্রেশন মন্ত্রী টনি বার্ক এর সঙ্গে ট্রাব অস্ট্রেলিয়া শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিডনিতে আয়োজিত এ সভায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও প্রবাসী বাংলাদেশিদের মূলধারায় সম্পৃক্তকরণ বিষয়ে আলোচনা হয়।
সভায় ট্রাব অস্ট্রেলিয়ার সভাপতি ও ভয়েস অব সিডনির সম্পাদক প্রকৌশলী অর্ক হাসান, সহ-সভাপতি শাকিল সিকদার, সাংগঠনিক সম্পাদক কে এম ধ্রুব, ডেপুটি মেয়র ও কাউন্সিলর র্যাইচেল হ্যারিকাসহ দুই শতাধিক প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে মন্ত্রী টনি বার্ক বলেন, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিরা পরিশ্রমী ও আইন মেনে চলা নাগরিক হিসেবে পরিচিত। তিনি প্রবাসীদের স্থানীয় সমাজের মূলস্রোতে আরও সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী ট্রাব অস্ট্রেলিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী কল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এসব উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের আয়োজক, বিশিষ্ট শিল্পপতি ও রিয়েল এস্টেট ব্যবসায়ী আলী শিকদার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
সভা শেষে ট্রাব অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ মন্ত্রী টনি বার্ককে আর্টওয়ার্ক, ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বিআলো/এফএইচএস