অ্যানফিল্ডে রিয়ালের হতাশা, লিভারপুলের দাপুটে জয়
dailybangla
05th Nov 2025 4:42 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: অ্যানফিল্ডে ম্যাচের আগে ফেভারিট ছিল রিয়াল মাদ্রিদ। তবে মাঠে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের অবিশ্বাস্য নেতৃত্বে বল দখল ও গেম কন্ট্রোলে ছত্রভঙ্গ হয়ে পড়ে স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচের একমাত্র গোল করেন ম্যাক অ্যালিস্টার। শুধু গোল নয়, পুরো মধ্যমাঠেই আধিপত্য দেখান তিনি। অন্যদিকে রাইটব্যাক তরুণ কনর ব্র্যাডলি নিজের পজিশন থেকে উজ্জ্বল হয়ে রিয়ালের প্রধান অস্ত্র ভিনিসিয়ুস জুনিয়রকে কার্যত অচল করে দেন।
যদিও রিয়াল বল দখলে এগিয়ে ছিল (৬১%), কার্যকর আক্রমণে ছিলেন না এমবাপ্পে ও বেলিংহামরা। পুরো ম্যাচে রিয়ালের প্রত্যাশিত গোলের হার (xG) ছিল মাত্র ০.৪৫- যা তাদের আক্রমণভাগের দুরবস্থা স্পষ্ট করে।
বিআলো/শিলি



