অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজন এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: থানার হাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের সংবর্ধনা ও জিপিএ-৫ প্রাপ্তদের বৃত্তি প্রদান করেছে থানার হাট হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০ টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন এর সভাপতি ডাঃ মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মনির আহম্মদ স্বপনের সঞ্চালনায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ন ৯৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান এবং স্কুলের বেঞ্চ ক্রয়ের জন্য নগদ ১ লাখ ৬২ হাজার পাঁচ শত টাকা প্রদান করেন থানার হাট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
সভাপতির বক্তব্যে ডাঃ মোঃ লোকমান হোসেন বলেন,”আমরা ২০২২ সাল থেকে এ কার্যক্রম পরিচালনা করে আসছি । আজ তোমরা যারা জিপিএ-৫ অর্জন করেছো, তোমরা দেশের ভবিষ্যৎ আলোকবর্তিকা। এই সাফল্যই তোমাদের স্বপ্নপূরণের প্রথম ধাপ। সততা, নিষ্ঠা ও পরিশ্রমকে সঙ্গী করে এগিয়ে গেলে জীবনে আরও বড় সাফল্য অর্জন সম্ভব।”
প্রধান অতিথি থানার হাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল হোসেন বক্তব্যে, অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যক্রমের প্রশংসা করেন। এবং বিদ্যালয়ের পক্ষ থেকে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি ডাঃ লোকমান হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, মোঃ শাহজাহান সাজু, ১ নং জয়াগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম মহিম, থানার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম।
এ সময় আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইকবাল আহমেদ,অভিভাবক প্রতিনিধি মোঃ তাহের আলী, থানার হাট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ হুমায়ূন কবির, ছালেহ আহমেদ, যুগ্ম সম্পাদক বেলায়েত সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক, আনোয়ার হোসেন, কার্যকরী সদস্য বাহারুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, আমির হোসেন মাসুম, মোহাম্মদ আল মামুন, জিয়াউল হক, হারুন অর রশিদ, মোঃ জসিম উদ্দিন ইশতিয়াক আহমেদ, বেলাল হোসেন, ডাঃ নাসির প্রমুখ।
বিআলো/তুরাগ