আইএমএফের মিটিংয়ে অর্থপাচারের তথ্য সংগ্রহ করা হবে: অর্থ উপদেষ্টা
dailybangla
20th Oct 2024 7:02 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর মিটিংয়ে অর্থপাচারের তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে বলে জানান, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ চলছে। এ বিষয়ে আমার গুরুত্ব দিচ্ছি। পাচার তো এক দিনে হয়নি তাই এই অর্থ ফিরিয়ে আনতেও সময় লাগবে। এরই মধ্যে একটি টাক্সফোর্স কাজ করছে।
তিনি আরও বলেন, ডিমের দামে সস্তি এসেছে। অন্যান্য পণ্যের দামেও আশা করি দ্রুত স্বস্তি ফিরে আসবে।
বিআলো/শিলি