আইএসের ১৫ অস্ত্রাগার ধ্বংস
dailybangla
01st Dec 2025 6:14 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: সিরিয়ার দক্ষিণাঞ্চলে আইএসের সামরিক শক্তি দুর্বল করতে চার দিনব্যাপী অভিযানে ১৫টি অস্ত্রাগার ধ্বংস করেছে মার্কিন-সিরীয় যৌথ বাহিনী।
মার্কিন সেন্টকম জানিয়েছে, ২৪-২৭ নভেম্বর চালানো অভিযানে ১৩০টিরও বেশি মর্টার ও রকেট, অসংখ্য অ্যাসল্ট রাইফেল, মেশিনগান, অ্যান্টি-ট্যাংক মাইন এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম নিশ্চিহ্ন করা হয়েছে।
২০১৩ সালে উত্থান ঘটানো আইএস একসময় দক্ষিণ সিরিয়া ও ইরাকের বড় অংশ দখলে রাখলেও বছরের পর বছর অভিযান ও নেতৃত্ব সংকটে তাদের দখল সংকুচিত হয়ে পাঁচ ভাগের এক ভাগে নেমে এসেছে।
অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বর্তমানে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বে দেশটিতে যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
বিআলো/শিলি



