আইনজীবীদের নিয়ে কটূক্তির ঘটনায় ক্ষমা চাইলেন মেজবাহ উদ্দিন ফরহাদ
এইচ আর হীরা: রাজনৈতিক জনসভায় আইনজীবী সমাজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ বৃহস্পতিবার ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি জানান, তার মন্তব্য অনিচ্ছাকৃতভাবে করা হয়েছিল এবং এজন্য তিনি দুঃখিত।
শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফরহাদ অনিচ্ছাকৃতভাবে দেওয়া মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।
ফরহাদ বলেন, “গত ৫ নভেম্বর বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের এক অনুষ্ঠানে বক্তৃতাকালে শব্দচয়নের ভুলে আমি আইনজীবী সম্প্রদায় সম্পর্কে একটি মন্তব্য করে ফেলি। পরবর্তীতে আমি বুঝতে পারি—এটি আমার পক্ষ থেকে একটি অনভিপ্রেত ভুল ছিল। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”
তিনি আরও জানান, “আমি আইনজীবী পেশাকে গভীর শ্রদ্ধার সঙ্গে দেখি। দেশের আইন-আদালত ব্যবস্থা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের অবদান অনস্বীকার্য। আমার বক্তব্যে কারও মনে কষ্ট বা ভুল বোঝাবুঝি হয়ে থাকলে, আমি সমগ্র আইনজীবী সমাজের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”
উল্লেখ্য, সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের উপস্থিতিতে কেদারপুর ইউনিয়নের জনসভায় ফরহাদের বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর ফলে আইনজীবী সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার পরদিন (৬ নভেম্বর) বরিশাল প্রেস ক্লাবে জেলা আইনজীবী সমিতি ফরহাদকে “অবাঞ্ছিত” ঘোষণা করে।
সেইদিনই বাবুগঞ্জের মীরগঞ্জ এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের অনুসারীরা বিক্ষোভ মিছিল ও ফরহাদের কুশপুত্তলিকা দাহ করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে ফরহাদ অনুতাপ প্রকাশ করেন এবং সংবাদ সম্মেলনে বলেন, “রাজনীতিতে মতের ভিন্নতা থাকতেই পারে, তবে কোনো পেশাজীবী শ্রেণি সম্পর্কে অবমাননাকর মন্তব্য আমার উদ্দেশ্য ছিল না। ভবিষ্যতে আমি কথাবার্তায় আরও সতর্ক থাকব।”
বিআলো/তুরাগ



