আইনের যথাযথ প্রয়োগের অভাবে কন্যাশিশুর প্রতি সহিংসতা বাড়ছে
বিশেষ প্রতিনিধি: আইনের যথাযথ প্রয়োগের অভাবে কন্যাশিশুর প্রতি সহিংসতা বাড়ছে বলে মনে করছে শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার চিত্র তুলে ধরে এই মন্তব্য করেন তারা। জলবায়ু পরিবর্তন, জেন্ডারভিত্তিক সহিংসতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমতা সম্পর্কে সচেতনতা বাড়াতে স্কুল পর্যায়ে ক্যাম্পেইনের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের অভাবই নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের প্রধান অন্তরায়’ শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)।
বিতর্ক প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বিষয়ের বিপক্ষে খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে ছাত্রীরা অংশ নেয়। খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ সিনিয়র শিক্ষক মো. ওয়াজেদ আলী বিশ্বাসের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন খিলগাঁও গভ. কলোনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. ইকবাল আহমেদ, বিএনপিএস’র ঢাকা পূর্ব কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা অনিকেত আচার্য ও কমিউনিটি অর্গানাইজার পলাশ আচার্য। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।
ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল ইসলামের সভাপতিত্বে ও বিএনপিএস’র ঢাকা পূর্ব কেন্দ্রের ব্যবস্থাপক শেলীনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন মতিঝিল জোনের সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. খায়রুল ইসলাম, শিক্ষানুরাগী মো. বাবুল মিয়া, বিএনপিএস’র প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে ত্রিমোহনী আদর্শ উচ্চবিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী দেশের গান, লোকসঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এর আগে গত ২৫ মে থেকে ২৮ মে পর্যন্ত বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়সমূহে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়বস্তু ছিলো- ‘জলবায়ুর নেতিবাচক পরিবর্তনে পরিবেশের উপর প্রভাব’। আর জলবায়ুর নেতিবাচক পরিবর্তনে প্রকৃতি ও নারীর উপর প্রভাব এবং প্রতিকার’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশ নেন ৯ম-১০ম শ্রেণির শিক্ষার্থীরা।