আইপিএল নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার
dailybangla
09th Dec 2025 4:21 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: আসন্ন আইপিএল নিলামের চূড়ান্ত তালিকা থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশের সাত ক্রিকেটার জায়গা পেয়েছেন মূল তালিকায়।
আইপিএল নিলামের চূড়ান্ত ৩৫০ জনের তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। ভিত্তিমূল্য ১ কোটি রুপি হলেও শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন সাতজন ক্রিকেটার। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম মুস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মের কারণে তিনি সর্বোচ্চ ২ কোটি রুপির ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন।
৭৫ লাখ রুপির ক্যাটাগরিতে রাখা হয়েছে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে।
৩০ লাখ রুপির ভিত্তিমূল্যে তালিকায় আছেন উদীয়মান বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।
বিআলো/শিলি



