• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আইফা প্রযুক্তি মেলায় কী এলো? 

     dailybangla 
    18th Sep 2024 5:59 pm  |  অনলাইন সংস্করণ

    নিউজ ডেস্ক: জার্মানির বার্লিনে চলছে আইফা এক্সপো, বিশ্ববিখ্যাত প্রযুক্তি নির্মাতারা তাদের সর্বশেষ প্রযুক্তিপণ্য নিয়ে হাজির হয়েছে। ল্যাপটপ থেকে ড্রোন, স্মার্ট ওয়াচ থেকে স্মার্টফোন—সব কিছুরই দেখা মিলেছে আইফা মেলার ভেন্যুতে। এবারের আয়োজনের বিশেষ কয়েকটি প্রযুক্তিপণ্য সম্পর্কে জানাচ্ছেন এস এসার নিয়ে এসেছে বহনযোগ্য গেমিং ডিভাইস ‘নাইট্রো ব্লেজ ৭’। ভালভের স্টিমডেক জনপ্রিয় হয়ে ওঠার পর আসুস, লেনোভো ও এমএসআইও এই ঘরানার ডিভাইস তৈরি করেছে। এবার এসারও সে তালিকায় নাম লিখিয়েছে। হাতে বহনযোগ্য ক্ষুদ্র গেমিং কম্পিউটারে থাকছে সাত ইঞ্চি ফুল এইচডি ১৪৪ হার্জ ডিসপ্লে, আট কোরযুক্ত এএমডি রাইজেন ৮৮৪০এইচএস প্রসেসর, ২ টেরাবাইট পর্যন্ত এনভিএমই জেন-৪ স্টোরেজ এবং ৭৫০০ মেগাহার্জ গতির ১৬ গিগাবাইট এলপিডিডিআর৫এক্স র‌্যাম।

    অপারেটিং সিস্টেম থাকছে উইন্ডোজ ১১। নির্মাতা এসার মাইক্রোসফটের পিসি গেম পাস গেমিং সেবার ওপর বড়সড় জোর দিয়েছে। ডিভাইসটি কবে নাগাদ বাজারে আসছে বা দাম কত হতে পারে তা জানা যায়নি। ডিজেআই নিও ডিজেআই তাদের নতুন বাজেট ড্রোন ‘নিও’ উন্মোচন করেছে। পকেট সাইজ ড্রোনটি মূলত ভ্লগারদের লক্ষ্য করে তৈরি, রিমোট ছাড়াই শুধু হাত থেকে ড্রোনটি ছেড়ে দিলেই উড়তে শুরু করবে। এরপর এআইয়ের মাধ্যমে কোন অ্যাঙ্গলে সেরা শট নেওয়া যাবে, তা বাছাই করে শুরু করে দেবে কাজ। পকেটেই ক্যামেরাম্যান—এমনটাই বলছে ডিজেআই। তবে চাইলে ডিজেআইয়ের ড্রোন রিমোট কন্ট্রোল বা স্মার্টফোন অ্যাপ থেকেও নিয়ন্ত্রণ করা যাবে। এতে থাকছে ফুল স্টেবিলাইজেশনসহ ৪কে ক্যামেরা। মূল্য শুরু ১৯৯ ডলার থেকে।

    ম্যাজিক ভি৩ স্মার্টফোন নির্মাতা অনার তাদের নতুন ম্যাজিক ভি৩ ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে। এটিই বর্তমানে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন, ভাঁজ অবস্থায় পুরুত্ব মাত্র ৯.২ মিলিমিটার, খোলা অবস্থায় ৪.৪ মিলিমিটার। বইসদৃশ ফোল্ডেবলের সবচেয়ে বড় সমস্যা এটির পুরুত্ব, দাবি করেছে অনার। ফোনটির মূল ডিসপ্লে ৭.৯২ ইঞ্চি, বাইরের ডিসপ্লে ৬.৪৩ ইঞ্চি, দুটোই ৪কে মানের রেজল্যুশনের এবং ১২০ হার্জ ওলেড প্যানেল। প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩, র‌্যাম থাকছে ১২ বা ১৬ গিগাবাইট, স্টোরেজ ২৫৬ গিগাবাইট থেকে ১ টেরাবাইট পর্যন্ত। ফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা এবং ব্যাটারি থাকছে সিলিকন কার্বাইড প্রযুক্তির ৫১৫০ এমএমএইচ, যা ৬৬ ওয়াট গতিতে চার্জ হবে। ফোনটির মূল্য শুরু হচ্ছে এক হাজার ৩৯৯ ডলার থেকে।

    স্ক্যানওয়াচ নোভা ব্রিলিয়ান্ট ওয়্যারেবল প্রযুক্তি নির্মাতা উইদিংস নিয়ে এসেছে ‘স্ক্যানওয়াচ নোভা ব্রিলিয়ান্ট’। প্রথাগত অ্যানালগ ডায়াল এবং ক্ষুদ্র ওলেড ডিসপ্লের সংমিশ্রণে তৈরি হাইব্রিড স্মার্ট ওয়াচটি তৈরি করা হয়েছে ফ্যাশন সচেতন ক্রেতাদের লক্ষ্য করেই। নোটিফিকেশন ও ব্যায়াম ট্র্যাকিং ফিচার থাকলেও ডিভাইসটির মূল ফিচার তার মেডিক্যাল গ্রেড ইসিজি, হার্টরেট এবং অক্সিজেন লেভেল সেন্সর। হৃদযন্ত্রের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে ডিভাইসটির জুড়ি নেই, প্রয়োজনে স্মার্ট ওয়াচটির সংগৃহীত তথ্য আপলোড করে ডায়াগনস্টিক সংস্থার কাছ থেকে হার্টের বেশ কিছু টেস্টের রেজাল্টও পাওয়া যাবে। মূল্য শুরু ৫৫৯ ডলার থেকে।

    জেনবুক এস১৪ কোপাইলট প্লাস প্রদর্শনীতে নিজেদের নতুন ওয়ার্কস্টেশন ল্যাপটপ ‘জেনবুক এস১৪ কোপাইলট প্লাস’ দেখিয়েছে আসুস। এতে থাকছে ইন্টেলের নতুন কোর আলট্রা ৭ ও ৯ সিরিজের প্রসসর এবং ৩২ গিগাবাইট পর্যন্ত র‌্যাম। মূল সিপিইউয়ের পাশাপাশি এতে থাকছে ৪৭ টেরাওপস পারফরম্যান্সের নিউরাল প্রসেসর, যা উইন্ডোজ কোপাইলটের জন্য খুবই জরুরি।

    আসুসের দাবি, জেনবুক এস১৪ অবশেষে ক্রেতাদের দৈনন্দিন জীবনে এআই ব্যবহার সহজ করে দেবে, ইন্টারনেটের ওপর নির্ভরশীল না হয়েও ল্যাপটপে মাইক্রোসফট কোপাইলট ব্যবহার করা যাবে। মাত্র ১.১ সেন্টিমিটার পুরুত্বের, ১.২ কেজির ল্যাপটপটিতে থাকছে ৭২ ওয়াটআওয়ারের ব্যাটারি। ডিসপ্লে থাকছে ১৪ ইঞ্চি, ৩কে রেজল্যুশনের ওলেড প্যানেল। মূল্য শুরু এক হাজার ৪০০ ডলার থেকে।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031