• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আইফোন কেনার টাকার জন্য অপহরণ-ধর্ষণের নাটক, নারায়ণগঞ্জে দুই সহপাঠী আটক 

     dailybangla 
    26th Jul 2025 6:26 pm  |  অনলাইন সংস্করণ

    মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইফোন কেনার টাকার জন্য নিজের অপহরণ ও ধর্ষণের নাটক সাজিয়েছেন মাহিয়া আক্তার নামে এক কলেজছাত্রী। পরিকল্পনা অনুযায়ী বন্ধুদের মাধ্যমে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। তবে পুলিশের তদন্তে বিষয়টি ফাঁস হয়ে যায়।

    বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রূপগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

    ওসি জানান, মুড়াপাড়া সরকারি কলেজের এই ছাত্রী গত মঙ্গলবার (২২ জুলাই) সকালে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর পরিবারের কাছে ফোন করে একদল কথিত অপহরণকারী দাবি করে, মাহিয়াকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণের এক লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ধর্ষণের হুমকিও দেওয়া হয়।

    এ ঘটনায় মাহিয়ার পরিবার থানায় অপহরণের অভিযোগ করে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তে নামে রূপগঞ্জ থানা পুলিশ। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনুসন্ধানে জানা যায়, মাহিয়া নিজের অপহরণ ও ধর্ষণের ঘটনা সাজিয়ে ছিলেন এবং এতে তাকে সহায়তা করেন তার দুই সহপাঠী-সিফাত মিয়া ও সিনথিয়া আক্তার।

    পরিকল্পনা অনুযায়ী মাহিয়া বান্ধবী সিনথিয়ার বাসায় অবস্থান করেন। টাকা না পাওয়ায় ‘অচেতন’ হওয়ার নাটক করতে তিনি তুসকা সিরাপ খেয়ে মুড়াপাড়া কলেজের পেছনে পড়ে থাকেন। পরে সিফাত ফোন করে মাহিয়ার মাকে জানায়, টাকা না দেওয়ায় মেয়েকে ফেলে রেখে চলে গেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় মাহিয়ার পক্ষ থেকেই।

    পুলিশ মাহিয়াকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা ও তদন্ত শেষে পুলিশের কাছে পুরো ঘটনার পরিকল্পনা ও সত্যতা উদ্ঘাটিত হয়।

    ওসি তরিকুল ইসলাম জানান, ঘটনায় জড়িত সন্দেহে মাহিয়ার দুই সহপাঠী সিফাত ও সিনথিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031