আইয়ুব খানের পর পাকিস্তানে প্রথম ফিল্ড মার্শাল হলেন আসিম মুনীর
dailybangla
21st May 2025 1:14 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র্যাংক পেলেন দেশটির সেনাপ্রধান আসিম মুনীর।
ভারতের হামলার জবাবে পাকিস্তানের সাম্প্রতিক অপারেশন বুনইয়া-নুম-মারছুছে নেতৃত্বের জন্য দেশটির মন্ত্রিপরিষদ তাকে এই স্বীকৃতি দিয়েছে বলে ডন জানিয়েছে।
এর আগে পাকিস্তানের একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন সাবেক প্রেসিডেন্ট আইয়ুব খান। ১৯৫৯ সালের পর প্রথমবার দুর্লভ এই সামরিক র্যাংক পেলেন আসিম মুনীর।
বিআলো/শিলি