• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আইসিসিবিতে শুরু হচ্ছে ২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো 

     dailybangla 
    13th Jan 2026 6:43 pm  |  অনলাইন সংস্করণ

    ২৮ জানুয়ারি পর্দা উঠছে আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনীর শীতকালীন সংস্করণের

    নিজস্ব প্রতিবেদক: বিশ্ব টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের সর্বশেষ উদ্ভাবন, কাঁচামাল ও প্রযুক্তির এক বৈশ্বিক মিলনমেলা হিসেবে রাজধানী ঢাকায় শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ – উইনটার এডিশন’। একইসঙ্গে অনুষ্ঠিত হবে ‘৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬’।

    ২৪ বছরের ধারাবাহিকতায় কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্যা সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না)–এর যৌথ আয়োজনে আগামী ২৮ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর কুড়িল সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

    প্রদর্শনীদ্বয়ে ২৫০টিরও বেশি বুথে ১৫টির অধিক দেশের প্রায় ২৩০টি আন্তর্জাতিক কোম্পানি অংশগ্রহণ করবে। সুতা, ফেব্রিক, ডেনিম, অ্যাকসেসরিজ, ট্রিমস, কেমিক্যাল, টেকসই ও পরিবেশবান্ধব টেক্সটাইল পণ্যসহ শিল্পখাতের সর্বশেষ উদ্ভাবন ও ট্রেন্ড প্রদর্শিত হবে এই আয়োজনে।

    এ উপলক্ষে ১৩ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের মেঘনা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।

    সংবাদ সম্মেলনে চীনের বেইজিং থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন সিসিপিআইটি টেক্স-এর সেক্রেটারি জেনারেল চেন বো এবং ডেপুটি ডিরেক্টর উ ঝিঝেন। এছাড়া উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার শরিফুল হক এবং সেমস-বাংলাদেশের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ডিজিএম মাহমুদ রিয়াদ হাসান।

    বক্তারা বলেন, বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশীয় উদ্যোক্তাদের জন্য এটি আন্তর্জাতিক সোর্সিং, নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব এবং প্রযুক্তি বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

    উল্লেখ্য, ২৮–৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীদ্বয় নিবন্ধন সাপেক্ষে সংশ্লিষ্ট শিল্পখাতের দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

    বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন:
    www.cems-yarnandfabric.com, www.textileseries360.com ও www.cems.global
    অথবা যোগাযোগ করুন: +৮৮০১৭১১-৩৯৬০০০

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031