আওয়ামী লীগকে বাদ দিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জয়
নিজস্ব প্রতিবেদক: অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলো নিয়ে বিশ্লেষণধর্মী মন্তব্য প্রকাশ করেছেন। তিনি মনে করেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিলে তা গ্রহণযোগ্যতা হারাবে এবং ভবিষ্যতে রাজনৈতিক বিভক্তি আরও তীব্র হবে।
জয় লিখেছেন, বিদেশের মাটিতে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি দেখার পর প্রবাসীরা ড. মুহাম্মদ ইউনুসকে পছন্দ করছেন, বিএনপিকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন, কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন চান না। তার ভাষ্য, “আওয়ামী লীগের যতই দোষ থাকুক, একটি বিশাল জনগোষ্ঠী তাদের সমর্থন করে। তাদের বাদ রেখে নির্বাচন করলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে।”
তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীরা এনসিপি, জামাতসহ অন্যান্য দলগুলোকে অন্তত ১০০ আসনে সংসদে প্রতিনিধিত্ব করতে দেখতে চান। পাশাপাশি দেশে আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ রয়েছে। জয় বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ইউনুস সরকারের হলেও কিছু জনগণ সরকারকে সমর্থন করছে না, যার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না।
সেনাবাহিনী ও এনসিপির ভূমিকা নিয়েও মত প্রকাশ করেছেন জয়। তিনি লিখেছেন, এনসিপি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইনে নেতৃত্ব দিয়েছে, অনেকেই তাদের মমতা রাখে, আবার অনেকে বিরক্ত। শুধুমাত্র আওয়ামী লীগ বিরোধী হয়ে সংসদ সদস্য হওয়া কঠিন।
জামাতের ভূমিকা প্রশংসিত হলেও স্বাধীনতা যুদ্ধের বিষয় নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে। বিএনপির শীর্ষ নেতৃত্বের বক্তব্যে মানুষ সন্তুষ্ট হলেও কর্মীদের আচরণে অনেকে অসন্তুষ্ট। জয় আরও মন্তব্য করেছেন, যেখানে তারেক রহমান বলছেন প্রতিশোধ নয় প্রতিরোধ নয়, সেখানে কিছু কর্মী প্রতিশোধ ও প্রতিরোধের প্রস্তুতি রেখেছে, যা হাই কমান্ডের নীতির বহির্ভূত।
সংক্ষিপ্তভাবে জয় বলেন, এটি তার ব্যক্তিগত বিশ্লেষণ। নাগরিক হিসেবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অংশ হিসেবে তিনি এই মত প্রকাশ করেছেন। তিনি কারও মনে কষ্ট দিলে ক্ষমা চেয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, বুদ্ধিমানরা তার বিশ্লেষণের প্রাসঙ্গিক অংশ কাজে লাগাতে পারবেন।
বিআলো/এফএইচএস