• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আওয়ামী লীগের ঝটিকা মিছিল, কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ 

     dailybangla 
    05th Jun 2025 9:26 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদন: রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল বিরোধী অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

    (৫ জুন)  বৃহস্পতিবার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

    গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. হুমায়ুন কবীর সুজন (৫৩), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী সরদার (৪৬) এবং আওয়ামী লীগ কর্মী মো. মেহেদী হাসান (২৭)।

    ডিবির সূত্র মতে, হুমায়ুন কবীর সুজনকে বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি বিশেষ দল।

    একই দিন ভোর সাড়ে পাঁচটায় মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগ।

    তারও আগে, বুধবার (৪ জুন) সন্ধ্যায় মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গোলাম রাব্বানী সরদারকে।

    রাব্বানী মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠ সহযোগী এবং ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হিসেবে পরিচিত।

    ডিবির দাবি, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করে মিছিল ও অপতৎপরতার মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছিল।

    তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পরিকল্পিতভাবে ঝটিকা মিছিলে অংশ নিচ্ছিল বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান।

    তাদের বিরুদ্ধে একাধিক থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে এবং গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

     

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031