• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের আয়োজনে বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ 

     dailybangla 
    01st Jul 2024 5:39 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে বৃক্ষরোপণ করেছেন জেলা, সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। গতকাল সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ কে এম এ আউয়াল।

    জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজুর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদসহ জেলা, সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ।

    এ সময় যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বনজ, ফলদ ও ঔষধি সহস্রাধীক বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয় এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও গাছ বিতরণ করা হয়। পরে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের জহুরা আকরাম মাদরাসা ও এতিমখানায় এতিম অসহায় শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন জেলা, সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930